Sunday, October 6, 2013

¤¤ লেবুর আশ্চর্য্যজনক গুনাগুনগুলোঃ ¤¤

—লেবুর ভিটামিন সি ক্যান্সারের সেল গঠন প্রতিরোধ করে।

—লেবু বুক জ্বালা প্রতিরোধ করতে ও আলসার সারাতে সাহায্য করে।

—লেবু আর্থাইটিসের রোগীদের জন্য ভালো ।

—লেবু শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে।

—লেবু এন্টিঅক্সিডেন্ট ত্বকের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ত্বক পরিষ্কার রাখে, । ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে। কালোদাগ ও ত্বকের ভাঁজ পড়া কমায়।

—লেবু ওজন কমাতে সাহায্য করে।

—লেবু হজমে সাহায্য করে|

--রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়|

No comments:

Post a Comment